SEO কোর্সের বিবরণ
এসইও (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন) হল এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটের উপস্থিতি বাড়ানো হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি গুগলে “অনলাইন কোর্স” লিখে সার্চ করেন, তাহলে প্রথমে যে সাইটগুলো আসবে সেগুলো এসইও দ্বারা অপ্টিমাইজ করা। গুগল কীভাবে কার ওয়েবসাইট প্রথমে দেখাবে, সেটি নির্ভর করে এসইও কৌশলের উপর।
ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয় এসইও-কে। কারণ এটি এমন একটি টুল, যার মাধ্যমে একটি কোম্পানি সরাসরি তার নির্দিষ্ট গ্রাহকদের কাছে পৌঁছে যেতে পারে। লিফলেট, ব্যানার, বা বিজ্ঞাপনের প্রয়োজন ছাড়াই, এসইওর মাধ্যমে প্রতিদিন হাজার হাজার গ্রাহককে টার্গেট করা সম্ভব।
আমি এই পূর্ণাঙ্গ এসইও কোর্সটি তৈরি করেছি, যাতে আপনাকে শেখাতে পারি কীভাবে আপনার ওয়েবসাইটকে অপ্টিমাইজ করতে হয় এবং গুগলে প্রথম পেজে নিয়ে আসতে হয়। যাদের কাছে ওয়েব ডেভেলপমেন্ট দীর্ঘমেয়াদী ও জটিল মনে হয়, তাদের জন্য এসইও একটি চমৎকার বিকল্প। এটি কম সময়ে শিখে মাঝারি স্তরের আয়ের সুযোগ করে দেয়।
কাদের জন্য এই কোর্স?
- যারা অনলাইন উদ্যোক্তা বা আইটি বিশেষজ্ঞ হতে চান।
- যারা ওয়েবসাইট থেকে আয় করতে চান।
- যারা পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজ করে আয় করতে চান।
কোর্সে যা শেখানো হবে:
- লোকাল এসইও-এর বেসিক ধারণা।
- টপিক সিলেকশন ও কীওয়ার্ড রিসার্চ।
- ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি এবং এসইও।
- এসইও এবং ব্র্যান্ডিং।
- অন-পেজ অপ্টিমাইজেশন।
- অফ-পেজ অপ্টিমাইজেশন এবং ব্যাকলিঙ্ক।
- গুগল ওয়েবমাস্টার, অ্যানালিটিক্স এবং ট্যাগ ম্যানেজার।
- অ্যাডভান্স এসইও অডিট।
- লোকাল এসইও এক্সপার্ট হিসেবে ক্যারিয়ার।
- গুগল অ্যানালিটিক্স, অ্যাডওয়ার্ডস এবং অ্যাডসেন্স।
- ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস।
কোর্স শুরুর পূর্বে যা প্রয়োজন:
- অন্য কোনো বিষয়ের উপর ধারণার প্রয়োজন নেই।
- কম্পিউটার এবং ইন্টারনেট পরিচালনায় দক্ষতা থাকা জরুরি।
প্রয়োজনীয় সরঞ্জাম:
- ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার।
- একটি হেডফোন (ল্যাপটপ হলে প্রয়োজন নেই)।
কম্পিউটার কনফিগারেশন:
- CPU: Intel Core i3, Dual Core বা AMD Ryzen 3।
- মাদারবোর্ড: 32GB RAM এবং SATA 3.0 সাপোর্ট করে।
- RAM: 4GB।
- SSD: 128 GB।
- হার্ড ডিস্ক: 500GB/1TB।
বিশেষ সুবিধাসমূহ
- কোর্সটি প্রি-রেকর্ডেড ভিডিও লেসন হিসেবে ডিজাইন করা হয়েছে, তাই আপনি নিজের সুবিধামতো সময়ে এটি দেখতে এবং শিখতে পারবেন।
- প্রতিটি লেসন বারবার দেখা যাবে, যাতে আপনি পুরোপুরি আত্মবিশ্বাস অর্জন করতে পারেন।
- লাইফটাইম অ্যাক্সেস—আপনি কোর্সের কন্টেন্ট যেকোনো সময় রিভিউ করতে পারবেন।
- কাজ পাওয়ার আগ পর্যন্ত আমি ব্যক্তিগত সহায়তা ও গাইডলাইন দেব।
- কোর্স শেষে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের জন্য বিশেষ ক্লাসের সুবিধা।
- ফেসবুক এবং What’s app এর মাধ্যমে সাপোর্ট যাতে আপনার প্রশ্নের দ্রুত সমাধান করা যায়।
- কোর্স শেষে পাবেন অনলাইন ভেরিফায়েড সার্টিফিকেট।
কোর্স শেষে আয়ের ক্ষেত্রসমূহ:
- এসইও এক্সপার্ট হিসেবে আইটি কোম্পানিতে চাকরি।
- আপওয়ার্ক, ফাইভারসহ বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ।
- নিজস্ব ওয়েবসাইট থেকে আয়ের সুযোগ।
Course Features
- Lectures 68
- Quiz 0
- Duration 40 hours
- Skill level All levels
- Language English + Bangla
- Students 100
- Assessments Yes